enjourme banner
International Journal of Diverse Discourses

কবি নজরুলের গান ও আরব সমাজ : স্বরূপ সন্ধান

Author(s): Md. Bulbul Ahmed

Publication Date: June 29, 2024


Abstract


বাঙালির মন ও মননে আবর্তিত এক অসাধারণ ব্যক্তিত্ব কবি কাজী নজরুল ইসলাম। সৈনিক জীবন (১৯১৭-১৯১৯) থেকে কলকাতায় ফেরার পর তিনি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। কবি হিসেবে খ্যাতি লাভ করলেও তিনি বহুমুখী সঙ্গীত প্রতিভা দিয়ে বাঙালিকে সঙ্গীতের জগতে উন্মাদনায় মত্ত করে তোলেন। তার সঙ্গীত বিশ্বসাহিত্যের এক অমর সম্পদ। ইসলামি গান সেই গীতিমালারই একগুচ্ছ সৌরভ-নির্ঝরিণী ফুল। গানের ভুবনে প্রবেশ করে কবি আরব জগতে জন্মগ্রহণ না করেও আরব সমাজের মানুষের নৈমিত্তিক জীবনাচারের কথা সাবলিল ঢঙে নানা চিত্রকল্পে ফুটে তোলেন। তার সঙ্গীতের চিত্রধর্মী বৈশিষ্ট্যের সাথে ভাবের মাহাত্ম্য, সুরের কারুকাজ, শব্দচয়নের জাদুকরী কর্মকাÐ, বলিষ্ঠ-জীবনবোধ, দীপ্ত-কথামালা ও মানবিক আবেদন সত্যি প্রশংসনীয়। গানের মাধ্যমে কবি সমগ্র মুসলিম জাতিকে আরব সমাজের মানুষের কৃষ্টি-কালচার সম্পর্কে অবগত করেন। তার ইসলামি জাগরণ ও গণ-বিপ্লবের মধ্য দিয়ে আরব সমাজ-সংস্কৃতিকে নিজের সংস্কৃতির সম্পদ হিসেবে গ্রহণ করেন। তিনি আরবের প্রসিদ্ধ কবিদের জীবন, নবি-রাসুলের প্রতি শ্রদ্ধা ও মাহাত্ম্য ও সৃষ্টিকর্তার প্রতি অপার প্রেম, বিশ্বজগতের সামনে তুলে ধরেন। নজরুলের গান ও আরব সমাজ গোটা মুসলিম জাতির কাছে এক বৈভিন্ন্য রূপ ধারণ করে। আরব সমাজের স্বরূপ অনুসন্ধান তার গানের মূলসুর। তার গানের মধ্য দিয়ে বাঙালি মুসলমানের হৃদয়ে মনুষ্যত্ব, মূল্যবোধ, সহমর্মিতা, হৃদ্যতা, মানবতা, সাম্যবাদিতা ও বিশ্বভ্রাতৃত্ববোধ প্রভৃতি গুণের সমাবেশ এক অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টি করে। অনাগতজন আরব-সমাজ-সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং স্বরূপের সন্ধান পেয়ে নব-জাগরণের বলিষ্ঠ প্রেরণা পাবে। একটি সুশীল সমাজ বিনির্মাণে কবি নজরুলের গান মুখ্য ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মদের জাতীয় স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার শীর্ষে উদ্ভাসিত করে তুলবে। তাই তার বিগতদিনের স্বপ্ন ও আশা আজ সাফল্যের তোরণে উপনীত।



International Journal of Diverse Discourses


We Follow the Guidelines of
USER
JOURNAL CONTENT
Template
Template
Tools
CURRENT INDEXING
JOURNAL METRICS

Acceptance Rate: Not count yet

Time to First Decision: 7 days

Review Time: 75 days

Submission to Acceptance: 82 days

Acceptance to Publication: 8 days

Total Visitors: Auto

Number of Reviewers: 78

Contributing Countries: 11