International Journal of Diverse Discourses
দুই বাংলার নাটক : অন্তর্গত মিল
Author(s): Dr. Sanjoy Pal
Publication Date: June 29, 2024
Abstract
অখণ্ড বাংলার নাট্যরচনার ও নাট্যভিনয়ের যে সাড়া বাঙালি সমাজে বহুকাল ধরে বহমান, স্বাধীনতা উত্তরকালে সীমান্তের বেড়া সেই উত্তরাধিকারকেই যে বিভক্ত করতে পারেনি সেটাই আমাদের বিচার্য বিষয়। অভিজাত, অনভিজাত ও নিম্নবর্গের মানুষ সে-পশ্চিমবঙ্গে এবং পূর্ব পাকিস্তানে ও পরবর্তীকালে বাংলাদেশে একই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মানসিকতায় নাটক লেখেন, প্রযোজনা করেন এবং তার অভিনয় দেখেন। হতে পারে ১৯৪৭ এর পর দুই বাংলায় সঙ্কটের চেহারা আপাতদৃষ্টিতে অনেকটাই আলাদা, প্রতিবাদ-প্রতিরোধ কিংবা সমন্বয়ের ছবিটাও ভিন্ন ভিন্ন, কিন্তু লক্ষ করলে দেখা যাবে যে ১৯৪৭ পরবর্তী কলকাতাকেন্দ্রিক পশ্চিমবঙ্গ এবং ঢাকাকেন্দ্রিক পূর্বপাকিস্তান / বাংলাদেশ যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছে কিংবা নাটকে তার প্রতিফলন ঘটিয়েছে সেখানে আশ্চর্যজনকভাবে রাষ্ট্রের শাসন, অত্যাচার, স্বাধীনচিন্তার কণ্ঠরোধ, শ্রেণিবিভক্ত সমাজের অর্থনৈতিক সফট ইত্যাদি দুই বাংলার নাট্যকারকেই সমানভাবে ভাবিয়েছে। আমাদের আলোচনায় এটাও উঠে আসবে। আমরা পশ্চিমবাংলার বেশকিছু গ্রুপথিয়েটারকে বাংলাদেশের নাট্যকারদের নাট্যাভিনয় যেমন করতে দেখেছি, তেমনি বাংলাদেশের ঔপন্যাসিকদের লেখা উপন্যাসের নাট্যরূপ দিতেও দেখেছি। চেষ্টা করেছি সেগুলোর জনপ্রিয়তার কারণ খোঁজার। বাংলাদেশের জনজীবন, সংস্কৃতি কিংবা আর্থ-সমাজনীতি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে বলেই কি তা সম্ভব হচ্ছে? এর বিচারও আমরা করবো। বিপরীতে বাংলাদেশও নাট্যচর্চায় গণনাট্যের উত্তরাধিকার এবং তথাকথিত নবনাট্যের অনুসরণ করার দিকটিও আমাদের বিচারের মধ্যে থাকবে। এছাড়াও প্রতিবাদ ও প্রতিরোধের নাটক রচনায় দুই বাংলার নাট্যকারদের পারস্পরিক ঋণগ্রহণ কতটা তা আমরা খুঁজে দেখবো। অখণ্ড বাংলার লোকনাট্যচর্চা কিভাবে দুই বাংলার নাট্যকারদের আজও আকর্ষণ করে চলেছে তা যাত্রা, পাঁচালী ও নানাধরনের লোকনাট্যের নিরিখে আমরা বিচার করবো। নাট্যপ্রযোজনা, পরিবেশনার দিক থেকে দুই বাংলার নাট্যকারদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের কিছু তথ্য আমরা তুলে ধরবো।
USER
QUICK Link
JOURNAL CONTENT
Keywords
Linguistics , Literature , Education , Psychology , Sociology , Philosophy , Dramatics , Cultural Studies , History
Information
JOURNAL METRICS
Acceptance Rate: Not count yet
Time to First Decision: 7 days
Review Time: 75 days
Submission to Acceptance: 82 days
Acceptance to Publication: 8 days
Total Visitors: Auto
Number of Reviewers: 78
Contributing Countries: 11