International Journal of Diverse Discourses
‘জেগে আছি’: আলাউদ্দিন আল আজাদের সমাজতান্ত্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি
Author(s): Md. Abdus Sobhan Talukder
Publication Date: June 29, 2024
Abstract
বাংলাসাহিত্যে সমাজতান্ত্রিক মতবাদের প্রকাশ দুর্নিরীক্ষ নয়। সমাজ কাঠামো যেহেতু বৈষম্যভিত্তিক, তাই সেই কাঠামোর অন্তর্গত সম্পর্কগুলোও হয় অবশ্যম্ভাবীভাবে বৈষম্যভিত্তিক। কার্ল মার্কসের দ্বা›িদ্বক বস্তুবাদী দর্শন চিন্তা যা সাহিত্য ক্ষেত্রকেও প্রভবিত করেছে। এই দর্শনের মাধ্যমে শ্রেণি শোষণের স্বরূপ ও প্রক্রিয়া অনুধাবন করা যায় । সামন্ততন্ত্র, জমিদারতন্ত্র ও বর্তমানে পুঁজিবাদী ব্যবস্থায় সমাজ কার্যত দুই শ্রেণিতে বিভক্তÑ শোষক ও শোষিত। কার্ল মার্কসের দ্বা›িদ্বক বস্তুবাদী দর্শন চিন্তার মূল সারবত্তা হলো শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, যা শ্রেণি সংগ্রামের মাধ্যমেই অর্জিত হতে পারে। আলাউদ্দিন আল আজাদের জেগে আছি গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত গল্পগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, মুষ্টিমেয় শোষকশ্রেণি কীভাবে সাধারণ শ্রমজীবীদের ব্যবহার করে নিজেদের পুঁিজ ও সম্পদ বৃদ্ধি করে। শ্রমজীবীরা শুধুই সম্পদ অর্জনের হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। শোষকশ্রেণি শ্রমজীবীদেরকে অধীন ও পঙ্গু করে রাখার জন্য শ্রমজীবীদের মধ্য থেকেই আরেকটি মধ্যস্বত্বভোগী শ্রেণি সৃষ্টি করে। মধ্যস্বত্বভোগীরা শোষিত শ্রেণির শোষণমুক্ত সমাজ গঠনের সংগ্রামকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত হয়। কিন্তু সচেতন জনগণ সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে তাদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সচেষ্ট হয়। প্রতিটি গল্পেই শোষক, শোষিত ও স্বার্থান্বেষী শ্রেণির উপস্থিতি যেমন রয়েছে, তেমনি রয়েছে প্রথাগত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জোটবদ্ধ সংগ্রাম ও দিন বদলের অঙ্গীকার।
USER
QUICK Link
JOURNAL CONTENT
Keywords
Linguistics , Literature , Education , Psychology , Sociology , Philosophy , Dramatics , Cultural Studies , History
Information
JOURNAL METRICS
Acceptance Rate: Not count yet
Time to First Decision: 7 days
Review Time: 75 days
Submission to Acceptance: 82 days
Acceptance to Publication: 8 days
Total Visitors: Auto
Number of Reviewers: 78
Contributing Countries: 11